
চট্টগ্রামে ১৮ ভরি চোরাই স্বর্ণালঙ্কারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়া নগরের কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের ডিসি এস এম মেহেদী হাসান এসব তথ্য জানান।
তিনি বলেন, গতকাল পৃথক অভিযানে চোরাই স্বর্ণ ক্রয়-বিক্রয়ের অপরাধে আনোয়ার নাম একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী কোতয়ালী থানার কোরবানীগঞ্জ এলাকায় দুলাল বনিক নামক একজনের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, আনোয়ার একজন পেশাদার চোর। দুলাল বনিক আনোয়ারসহ বিভিন্ন চোরদের কাছ থেকে কম মূল্যে স্বর্ণ ক্রয় করে চট্টগ্রাম শহরে বিভিন্ন মানুষের কাছে বেশি দামে বিক্রয় করেন। তার স্বর্ণের ব্যবসা করার কোনো বৈধ কাগজ নেই